হোম > অপরাধ > চট্টগ্রাম

ফুলগাজীতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ জহিরুল আলম রাজু (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার বিকেলে উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চবিদ্যালয়ের পেছনের সড়ক থেকে দেশি-বিদেশি একাধিক অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জহিরুল আলম রাজু ফেনী জেলার ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের আজম চৌধুরীর ছেলে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সোমবার গভীর রাতে ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকায় অভিযান চালান। এ সময় দৌলতপুর উচ্চবিদ্যালয়ের পেছনের সড়কে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জহিরুল আলম রাজু দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাঁর সঙ্গে থাকা কালো রঙের ব্যাগ ও দেহ তল্লাশি করলে কোমরে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি এবং কালো রঙের ব্যাগের ভেতর থেকে ৭টি চাপাতি ও ৯টি চাকু উদ্ধার করে র‍্যাব। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র‍্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক, অবৈধ অস্ত্রের ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছেন। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদ আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে ফুলগাজী থানায় হস্তান্তর করেছে র‍্যাব। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়