হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে রোহিঙ্গাদের উপর্যুপরি ছুরিকাঘাতে নবজাতকের মা খুন

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মোহছেনা আক্তার (২৩) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ওই নারী খুন হন। 

মোহছেনা আক্তার (২৩) স্থানীয় মোহাম্মদ আলীর স্ত্রী। তাঁর ৩৫ দিনের নবজাতকসহ দুই মেয়ে রয়েছে। 

স্থানীয় বেশ কয়েকজন জানান, মোহাম্মদ আলীর সঙ্গে সৎ ভাইয়ের বসতির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ সৎ ভাইয়েরা রোহিঙ্গা শিবিরে তাঁদের মায়ের সঙ্গে বাঁশ করে। এ বিরোধের জের ধরে ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের মাধ্যমে আলীকে খুন করতে গিয়ে ওই নারীকে খুন করে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ আলী দম্পতির নবজাতক হওয়ার কারণে বাড়িতে বেশ কয়েক দিন ধরে দুই কক্ষে আলাদা করে ঘুমান তাঁরা। ভোররাতে ৭ থেকে ১০ জন দুর্বৃত্ত মাটির দেয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করে বারান্দায় থাকা স্ত্রী মুখোমুখি হয়। তিনি কে বা কারা জানতে চাইলে স্বামীর খোঁজ নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ভেতরের কক্ষে থাকা স্বামী মোহাম্মদ আলী জানতে পেরে চিৎকার শুরু করে। পরে দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে। ততক্ষণে স্বামী ঘরের সিলিংয়ে উঠে পড়ে। এ দিকে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

আলীর বরাত দিয়ে স্থানীয় নারী ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস জানান, মোহাম্মদ আলীর সৎভাইদের সঙ্গে তাঁদের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে তাঁকে খুন করতে এসে তাঁকে না পেয়ে স্ত্রীকে খুন করেন। এ ব্যাপারে একাধিকবার সালিসও হয়েছিল। 

হোয়াইক্যং ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, একদল দুর্বৃত্ত অন্ধকারে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জড়িতদের অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। 

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান