হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে পাসপোর্ট তৈরির কাগজপত্রসহ গ্রেপ্তার ৮ 

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ৮ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-বেগমগঞ্জের একলাশপুর গ্রামের নজির আহমদের ছেলে আবুল হাশেম (৪২), বেলায়েত হোসেনের ছেলে ইমাম উদ্দিন (৩৯), আবু জাহেরের ছেলে নুর মোহাম্মদ বাবু (৩০), কিরণের ছেলে দ্বীন ইসলাম (২৫), পূর্ব একলাশপুর গ্রামের শাহিনের ছেলে জুয়েল রানা (২৫)। তাঁদের সবাইকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সদরের বিনোদপুর এলাকার আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামানকে (৩৪) ৫ দিন এবং অনন্তপুর গ্রামের দ্বীন ইসলামের চেলে আবুল হাশেম (২৩) ও মজিবুল হকের ছেলে জাহাঙ্গীরকে (৩০) ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। 

জানা যায়, আজ দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল। 

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট প্রত্যাশী লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। ভবিষ্যতেও এসব দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল