হোম > অপরাধ > চট্টগ্রাম

১০ টাকা মজুরি কম দেওয়া নিয়ে বিরোধ, চাচাত বোনজামাইয়ের লাথিতে নারীর মৃত্যু

প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা) 

কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা গ্রামে কাপড় সেলাইয়ের ১০ টাকা কম দেওয়ায় জহুরা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় আদ্রা গ্রামের সৈয়দ আলী ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহত জহুরা বেগম মনোহরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের সাইফুলের স্ত্রী ও আদ্রা গ্রামের মফিজুর রহমানের মেয়ে। 

গ্রেপ্তারকৃত রা হলেন, সফিকুর রহমানের মেয়ে সুমি আক্তার (২৬) ও সেলিনা আক্তার (২৮)। 
 
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জহুরা বেগমের বোন খোরশেদা বেগম একটা থ্রি-পিস সেলাইয়ের জন্য চাচাতো বোন সুমির কাছে দিয়ে যায়। গতকাল সন্ধ্যায় জহুরা ও খোরশেদা সুমির কাছ থেকে থ্রি-পিস আনতে যান। এ সময় সুমি ১০০ টাকা মজুরি দাবি করলে খোরশেদা বেগম ৯০ টাকা দেন। ১০ টাকা কম দেওয়া নিয়ে সুমির সঙ্গে খোরশেদা ও জহুরার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সুমির বোন ছকিনা আক্তার, সেলিনা আক্তার ও বোনের জামাই জলিল মিলে জহুরা বেগমকে বেধড়ক মারধর করলে তিনি পালিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন।

জলিল সেখানে গিয়ে জহুরা বেগমের তলপেটে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নাথেরপেটুয়ার ভূঁইয়া মেডিকেল হসপিটালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করেন। 

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আবদুন নূর আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় জহুরা বেগমের বাবা মফিজুর রহমান বাদী হয়ে চার জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও