রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে জুয়া খেলার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার সময় জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের রায়পুর অডিটোরিয়ামের একটি কক্ষ থেকে গ্রেপ্তার করে। আজ রবিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক আজিজুর রহমান মিয়া জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রাখালিয়া গ্রামের কামাল হোসেন (৪৮), ফজলুল হক, মো. রাসেল (৩৯), সোনাপুরের আবদুল্লা আল মামুন (৩৬), উত্তর কেরোয়ার আবদুল্লা আল মামুন (৩০), সাগরদীর আবদুল্লা আল মামুন (৩৫), শ্যামগঞ্জের বিল্লাল হোসেন ও কাফিলাতলিল জামাল হোসেন।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।