হোম > অপরাধ > চট্টগ্রাম

দুই সহোদরকে হত্যার অভিযোগে একই গ্রামের দুই সহোদর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একই গ্রামের পলাতক সহোদরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরের বন্দর থানা এলাকায় নিমতলা ও পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া পশ্চিম খুরুশিয়া গ্রামের আপন দুই ভাই সাইফুল ইসলাম (৪২) ও মো. মোর্শেদুল আলম (২২)। তাঁরা ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর পশ্চিম খুরুশিয়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় চারজনের নামে ও অজ্ঞাতনামা ২ /৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় নিহতরা হলেন, পশ্চিম খুরুশিয়া গ্রামে জহির আহমেদের ছেলে জালাল উদ্দিন (২৮) ও তাঁর ছোট ভাই কামাল হোসেন (২৫)। গ্রেপ্তারকৃতরা ওই হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় চার ও দুই নম্বর আসামি।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজ বুধবার বলেন, ‘হত্যাকাণ্ডটি নৃশংস ও লোমহর্ষক হওয়ায় ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব নজরদারি শুরু করে। পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকার একটি বাসায় শফিকুল ইসলাম আত্মগোপনে থাকার তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে প্রথমে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোর্শেদুলকে নিমতলা ডিয়ারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করি।’

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ ডিসেম্বর) জালাল ও কামালের খেতের ফসল স্থানীয় শফিকের গরু নষ্ট করেছে এমন অভিযোগে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরি হয়েছে এমন সন্দেহে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এর পর যে যার মতো বাড়িতে চলে যান। এরপর ওইদিন বিকেলে আবারও তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে মো. জালাল (২২) ও কামাল (১৮) নিহত হন। এ সময় আহত হন আরও চারজন। আহতরা হলেন, প্রতিবেশী মো. ইদ্রিছ (৬৫) এবং তাঁর তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) ও মো. রানা (১৭)।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি