হোম > অপরাধ > চট্টগ্রাম

মোবাইলে প্রেম, ছয় মাস পর ধর্ষণের অভিযোগে মামলা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে ধর্ষণের অভিযোগে নাইম মজুমদার (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী রামগড় থানায় ধর্ষণ মামলা করেন। 

অভিযুক্ত নাইম মজুমদার পৌরসভার বলিটিলা এলাকার নুরুল আমীন মজুমদারের ছেলে। তিনি স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করেন।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, ছয় মাস আগে অভিযুক্তের সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। গত ১০ জানুয়ারি তরুণী বাগানবাজারে চাচার বাসায় বেড়াতে যান। সেখান থেকে নাইমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সন্ধ্যায় নাইম এক পরিচিতের বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন। রাতে অটোরিকশা করে তরুণীকে তাঁর এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেন। তাৎক্ষণিক ওই নারী তাঁর পরিবারকে বিষয়টি জানালে পরিবার থেকে নাইমকে বিয়ে করতে বলা হয়। কিন্তু নাইম তাতে রাজি হননি। পরে ওই তরুণী বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। 

ভুক্তভোগীর ভাই বলেন, নাইম তাঁর বোনকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ধর্ষণ করেছে। পরিবারকে জানালে তারা বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করতে চায়।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজির চন্দ্র কর বলেন, ‘ধর্ষণের অভিযোগ এনে এক নারী থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী স্বাস্থ্য পরীক্ষার জন্য নারীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত