হোম > অপরাধ > চট্টগ্রাম

মোবাইলে প্রেম, ছয় মাস পর ধর্ষণের অভিযোগে মামলা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে ধর্ষণের অভিযোগে নাইম মজুমদার (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী রামগড় থানায় ধর্ষণ মামলা করেন। 

অভিযুক্ত নাইম মজুমদার পৌরসভার বলিটিলা এলাকার নুরুল আমীন মজুমদারের ছেলে। তিনি স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করেন।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, ছয় মাস আগে অভিযুক্তের সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। গত ১০ জানুয়ারি তরুণী বাগানবাজারে চাচার বাসায় বেড়াতে যান। সেখান থেকে নাইমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সন্ধ্যায় নাইম এক পরিচিতের বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন। রাতে অটোরিকশা করে তরুণীকে তাঁর এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেন। তাৎক্ষণিক ওই নারী তাঁর পরিবারকে বিষয়টি জানালে পরিবার থেকে নাইমকে বিয়ে করতে বলা হয়। কিন্তু নাইম তাতে রাজি হননি। পরে ওই তরুণী বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। 

ভুক্তভোগীর ভাই বলেন, নাইম তাঁর বোনকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ধর্ষণ করেছে। পরিবারকে জানালে তারা বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করতে চায়।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজির চন্দ্র কর বলেন, ‘ধর্ষণের অভিযোগ এনে এক নারী থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী স্বাস্থ্য পরীক্ষার জন্য নারীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে