হোম > অপরাধ > চট্টগ্রাম

মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূকে মারধরের মামলার সাক্ষী হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত মো. মোবারক আলী (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৯ জন আহত হয়েছেন। 

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের ছৈয়দ কুচাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোবারক মারা যান। 

মোবারক একই এলাকার নুরুল আলমের ছেলে। 

স্থানীয়রা জানান, একই এলাকার নুরুল ইসলামের ছেলে ছৈয়দ নুর (৩৮) স্ত্রী শারমিন আকতার ডেইজিকে মারধরের মামলায় প্রতিবেশী মোহাম্মদ মানিক ও তাঁর পরিবারের সদস্যরা সাক্ষী হয়েছেন। এটিকে কেন্দ্র করেই সংঘর্ষ হয়। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মারামারির ঘটনায় শনিবার রাতে একটি মামলা হয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোবারক। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল