হোম > অপরাধ > চট্টগ্রাম

গুইমারায় প্রায় ১৮ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার 

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়। 

জানা যায়, গতকাল দুপুরে খাগড়াছড়ি থেকে ফেনীগামী শান্তি পরিবহনের একটি বাসে করে অবৈধ ভারতীয় ওষুধ পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গুইমারা এমপি চেকপোস্টে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ নিজাম উদ্দিনের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় বিভিন্ন প্রকারের ৭ কার্টুন অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক প্রায় ১৮ লাখ টাকা। কিন্তু ওই সব ওষুধের মালিককে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ওষুধ গুইমারা থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, পার্বত্যাঞ্চলে স্থিতিশীলতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। যাতে করে আমরা সন্ত্রাসী কার্যক্রম সীমিত রাখতে সক্ষম হয়েছি। 

লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক আরও বলেন, ভবিষ্যতে নিয়মিত অপারেশনের মাধ্যমে সিন্দুকছড়ি জোনের আওতাধীন এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজমুক্ত রাখতে আমরা বদ্ধ পরিকর।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অবৈধ ওষুধ থানায় হস্তান্তর করা হয়েছে। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল