হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা ৫০০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খাইরুল ইসলাম খোকন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।
গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খোকন ওই গ্রামের আবু সাঈদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধানখেতে হালচাষ করেন একই গ্রামের শাহ আলম। হালচাষের পাওনা ৫০০ টাকা বাকি রাখেন মলাই মিয়া। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শাহ আলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলছিল। 

বিষয়টি নিয়ে গতকাল শনিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয়পক্ষ বৈঠকে বসে। বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে শাহ আলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে