হোম > অপরাধ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে অস্ত্র–গুলিসহ যুবদলনেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র–গুলিসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আলমগীর হোসেন (৩২)। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. আলমগীর হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৮ নং সমাজে বাস করেন এবং ওই ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থানের খবর নিশ্চিতের পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আলমগীর জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী রোকন বাহিনীর সক্রিয় সদস্য। তিনি অবরোধ চলাকালীন রোকন মেম্বারের নির্দেশে মেট্রোপলিটন এলাকায় গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তিনি এসব তথ্য স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও বলেন, গ্রেপ্তার যুবদল নেতা আলমগীরের বিরুদ্ধে ভাঙচুর, ডাকাতি, দস্যুতা, বিস্ফোরক ও নাশকতার ১০টি মামলা রয়েছে। তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪