হোম > অপরাধ > চট্টগ্রাম

ধর্ষণের পর কিশোরী অন্তঃসত্ত্বা, ইমাম গ্রেপ্তার 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মো. মাহবুব আলম (৩৫) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার মতলব উত্তরের কালিপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্ৰামের আমির হোসেন মোল্লার ছেলে। এ বিষয়ে মতলব উত্তর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. মাহবুব আলমকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

জানা যায়, স্কুলপড়ুয়া ওই কিশোরীর সঙ্গে ওই এলাকার স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা মাহবুবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় সাত মাস ধরে তাঁকে ধর্ষণ করে আসছেন মাহবুব। এতে করে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরীর শরীরের পরিবর্তন দেখা দিলে এ বিষয়ে পরিবার জানতে চায়। এ সময় ওই কিশোরী মসজিদের ইমাম মাওলানা মাহবুবের নাম বলে। 

ভুক্তভোগী কিশোরী বলে, ‘বিভিন্ন সময়ে মাহবুব আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। আমি বাধা দিতাম, সে বাধা মানত না। একদিন সে আমাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসব কথা কোথাও জানালে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার কথা বলে। তাই আমি ভয়ে কোথাও জানাতে সাহস পাইনি। সর্বশেষ আমাকে বিয়ের লোভ দেখিয়ে আমার সঙ্গে মিলিত হয়।’

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, গতকাল মঙ্গলবার রাতে কালিপুর বাজার থেকে ইমাম মাহবুবকে আটক করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ