হোম > অপরাধ > চট্টগ্রাম

চসিকের প্রকৌশলীকে হামলা ও কার্যালয় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে মারধর করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেল ৪টার দিকে সিটি করপোরেশন ভবনে তাঁর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কার্যালয়ের টেবিলের কাচ এবং দরজার বাইরের নাম ফলক ভাঙচুর করা হয়। 

গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্বাহী হিসেবে তাঁকে নিয়োগ দেয় স্থানীয় সরকার। 
এ নিয়ে জানতে চাইলে গোলাম ইয়াজদানী বলেন, ‘কোনো ধরনের অনুমতি ছাড়াই এক দল ঠিকাদার আমার কক্ষে ঢুকে পড়েন। এরপর তাঁরা আমার ওপর এলোপাতাড়ি মারধর করে। আমাকে রক্ষা করতে গেলে অফিস সহকারী তিলককেও মারধর করা হয়। ১০ মিনিটের মতো তাণ্ডব চালিয়ে তাঁরা চলে যান।’ 

এ নিয়ে সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ জানান, ‘এটা মারাত্মক অন্যায় কাজ। এই ঘটনায় আমরা মামলা করব।’ এ নিয়ে চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, ‘ঘটনাটি খতিয়ে দেখছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’  

 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি