হোম > অপরাধ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে দশ লাখ টাকার ইয়াবাসহ চার যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন, মো. মনির (২৪), মো. ইলিয়াস (২৫), মো. নুর (২৪) ও মো. নুরুল ইসলাম (২২)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে মঙ্গলবার ভোরে মহাসড়কের পৌর সদর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর হাতে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ দুপুরে ইয়াবা পাচারের খবর পেয়ে বাসস্ট্যান্ডে পুনরায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইলিয়াস, নুর ও নুরুল ইসলাম নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুমন বণিক আরও বলেন, উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় দশ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল