হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৬ বছর আত্মগোপনে থাকা স্বামী গ্রেপ্তার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার ৬ বছর পর আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি স্বামী মো. মহিউদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানা–পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে হাতিয়া থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির হোসেন আহম্মদের ছেলে।

থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে নিজের ঘরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করেন স্বামী মহিউদ্দিন। পরে মরদেহ গুম করার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ধাওয়া করলে মরদেহ ফেলে পালিয়ে যান মহিউদ্দিন। এরপর থেকে মহিউদ্দিন গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গতকাল রোববার ফরিদপুরের কোতোয়ালি থানা–পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, মূলত পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড। আজ সোমবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মহিউদ্দিনকে সোপর্দ করা হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল