হোম > অপরাধ > চট্টগ্রাম

সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক এসআই কারাগারে

আদালত প্রতিবেদক

চট্টগ্রাম: কর্ণফুলী থানার শিকলবাহা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ শেখ মাসুদ রানা (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার বিকেলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শিকলবাহা ভেল্লাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আজ সোমবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ আদালতে হাজির করার পর ঘটনা জানাজানি হয়।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে একটি প্রাইভেট কার চালিয়ে চট্টগ্রাম আসছিলেন এসআই শেখ মাসুদ রানা। গাড়িটি কর্ণফুলী থানার ভেল্লাপাড়া সংযোগ সড়কে এলে র‍্যাব থামিয়ে তল্লাশি চালায়। গাড়ি থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে মাসুদ রানাকে আটক করে র‍্যাব।

মাসুদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার জেলায় এসআই হিসেবে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব-৭ উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান এ ঘটনায় নগরের কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, র‍্যাবের মামলায় আসামি শেখ মাসুদ রানাকে আদালতে চালান দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আসামিকে বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ