হোম > অপরাধ > চট্টগ্রাম

অস্ত্রসহ আরসা নেতা গ্রেপ্তার 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আরসার এক নেতাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের নেতা ছৈয়দ আলম ওরফে মৌলভী ছৈয়দ (৪৭) রোহিঙ্গাদের কাছে ‘জিম্মাদার’ নামে পরিচিত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে এই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৪-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ছৈয়দ আলম ওরফে মৌলভী ছৈয়দ (৪৭) উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের মৃত কাদের হোসেনের ছেলে।

এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আরসা নেতা সংগঠনটির গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রতিনিধি। সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের কার্যক্রম দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে উখিয়া থানায় মামলাও রয়েছে।

পুলিশ সুপার নাইমুল বলেন, ‘উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ নম্বর ব্লকে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কিছু সশস্ত্র লোক অবস্থান করছে—এ খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এপিবিএনের সদস্যরা সন্দেহজনক একটি ঘর ঘিরে ফেললে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করতে সক্ষম হয় এপিবিএন।

পুলিশ সুপার আরও বলেন, ‘আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুসারে তাঁর শোয়ার ঘরে বিছানার বালিশের নিচ থেকে একটি দেশি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক কথিত সংগঠন আরসার নাম ব্যবহার করে অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত। তিনি সংগঠনটির শীর্ষপর্যায়ের “জিম্মাদার” হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।’ 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান নাইমুল হক। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১