হোম > অপরাধ > চট্টগ্রাম

লামায় প্রবাসীর স্ত্রী–সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় ছয় জনকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রতিনিধি

লামা (বান্দরবান): লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নুর মোহাম্মদ নামে ওই প্রবাসী দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন।

জিজ্ঞাসাবাদের জন্য যাদের থানায় নেওয়া হয়েছে তারা হলেন, নিহত মাজেদার বড় বোন রাহেলা বেগম, রাহেলা বেগমের স্বামী আব্দুর রশিদ, স্থানীয় ওসমান গণির ছেলে হাফেজ মো. সাইদুর রহমান (২০), কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের দুই ভাই মো. শাহ আলম, আব্দুল খালেক ও চাম্পাতলী এলাকার এজাহারের ছেলে মো. রবিউল (২২)। রবিউল নুর মোহাম্মদের ছোটভাই দুবাইপ্রবাসী ইমরানের বাগানের কেয়ারটেকার।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল হক জানান, কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি থেকে তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় নিবিড়ভাবে তদন্ত চলছে। ছয়জনকে থানায় নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লামা থানার ওসি মো. মিজানুর রহমান।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলীতে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তাঁর সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)। নুর মোহাম্মদ চাম্পাতলী গ্রামের বাচা মিয়ার ছেলে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল