হোম > অপরাধ > চট্টগ্রাম

লামায় প্রবাসীর স্ত্রী–সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় ছয় জনকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রতিনিধি

লামা (বান্দরবান): লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নুর মোহাম্মদ নামে ওই প্রবাসী দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন।

জিজ্ঞাসাবাদের জন্য যাদের থানায় নেওয়া হয়েছে তারা হলেন, নিহত মাজেদার বড় বোন রাহেলা বেগম, রাহেলা বেগমের স্বামী আব্দুর রশিদ, স্থানীয় ওসমান গণির ছেলে হাফেজ মো. সাইদুর রহমান (২০), কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের দুই ভাই মো. শাহ আলম, আব্দুল খালেক ও চাম্পাতলী এলাকার এজাহারের ছেলে মো. রবিউল (২২)। রবিউল নুর মোহাম্মদের ছোটভাই দুবাইপ্রবাসী ইমরানের বাগানের কেয়ারটেকার।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল হক জানান, কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি থেকে তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় নিবিড়ভাবে তদন্ত চলছে। ছয়জনকে থানায় নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লামা থানার ওসি মো. মিজানুর রহমান।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলীতে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তাঁর সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)। নুর মোহাম্মদ চাম্পাতলী গ্রামের বাচা মিয়ার ছেলে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়