হোম > অপরাধ > চট্টগ্রাম

একজন মোবাইলে ব্যস্ত আরেকজনকে ছিনতাইকারীর ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে এক যুবক এবং ছিনতাইকারীরা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ায় অপর এক যুবকের মৃত্যু হয়েছে। 

জানা গেছে, আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে উত্তর দিকে চার বন্ধুসহ হেঁটে যাচ্ছিলেন রফিকুল ইসলাম শান্ত (২৮)। লেভেল ক্রসিংয়ে যাওয়ার আগেই জংশন থেকে হুইসেল বাজিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মহানগর গোধূলি। একই সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। এ সময় অন্যরা রেললাইন থেকে নেমে যান। কিন্তু মোবাইল ফোনে ব্যস্ত শান্ত হঠাৎ দুটি ট্রেনের শব্দে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পাহাড়িকা ট্রেনের নিচে পড়েন তিনি। জংশন স্টেশনের দক্ষিণ প্রান্তে ট্রেন থামলে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। দুই সন্তানের জনক রফিকুল ইসলাম শান্ত রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি লালমাই উপজেলার পেরুল পূর্বপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। 

অন্যদিকে, গতকাল রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবক ও দুই কিশোরকে ফেলে দেয় ছিনতাইকারীরা। এতে আবু সায়েম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আর সাদ (১৩) এবং পলাশ (১৬) নামে দুই কিশোর আহত হয়েছে।  

আহত সাদ জানায়, গত শনিবার (১০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের কাটাখালী থেকে তারা তিনজন সোনার বাংলা এক্সপ্রেসে করে চট্টগ্রাম যায়। রোববার চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনজন একই ট্রেনের ছাদে ওঠে। আরও দুইজন তাদের সঙ্গে ছাদে ওঠে। ট্রেন চলতে শুরু করলে ওই দুজন তাদের কাছে টাকা দাবি করে। সঙ্গে কোনো টাকা নেই বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। লালমাই এলাকায় পৌঁছালে একে একে তিনজনকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই আবু সায়েমের মৃত্যু হয়। সাদ ও পলাশের হাত ভেঙে যায়। স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে পুলিশ। আবু সায়েম কিশোরগঞ্জের ধসুদল কাটাখালী এলাকার স্বপ্ন মিয়ার ছেলে। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০