কুমিল্লা সদরের শাসনগাছা ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার বিভিন্ন সড়কে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাসনগাছা গ্রামের মৃত শফিক ইসলামের ছেলে মো. জামাল হোসেন (৫০), একই গ্রামের মৃত খয়েজ আলীর ছেলে মো. শাহিন (৪৮), মৃত আবুল হাশেমের ছেলে রাসেল আহমেদ (২৭) এবং সাতোরা চম্পকনগর গ্রামের মৃত তাজুল এর ছেলে মো. খোকন মিয়াকে (৫০) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়।
জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলার নাঙ্গলকোট থানার পরকরা গ্রামের আবুল হাশেমের ছেলে মিজানুর রহমান (২২) ও সদর দক্ষিণ মডেল থানার উত্তর বিজয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. আব্দুর রশিদসহ (৫০) দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় চাঁদাবাজির নয় হাজার ৭৯০ টাকা জব্দ করা হয়। ২১ জুন থেকে ২২ জুন ভোর রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।