হোম > অপরাধ > চট্টগ্রাম

হত্যা মামলায় সন্দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

ছয় বছর আগে যুবলীগ নেতা মনিরুল আলমকে গুলি করে হত্যার ঘটনায় সন্দ্বীপের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোজাম্মেল হক এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন-সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান, জামাল, আবদুর রহমান, আহসান উল্লাহ, আবদুর রহমান, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, আশরাফ, ফারুক ও ফুল মিয়া। 

আসামিদের মধ্যে আবদুর রহমান ও আশরাফ ছাড়া বাকি সবাই কারাগারে রয়েছেন বলে এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানিয়েছেন। 

মো. আইয়ুব খান বলেন, এই ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা না দিলে আরও এক বছর জেলে থাকতে হবে তাদের। 

মামলার নথি থেকে জানা যায়, স্থানীয় বিরোধের জের ধরে ২০১৫ সালের ৩১ জুলাই সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের জেলে পাড়ার সামনে মনিরুল আলম নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। তৎকালীন ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমানের নেতৃত্বে মনিরুলকে হত্যা করা হয় বলে পরে মামলার এজাহারে অভিযোগ করা হয়। 

এ মামলায় মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষে আদালত ১১ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। 

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু