হোম > অপরাধ > চট্টগ্রাম

ভাবির অশ্লীল ভিডিও ধারণ ও ধর্ষণের অভিযোগে ননদের জামাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় গৃহবধূর (২৫) অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁর ননদের জামাই মেহেদী হাসান রাজু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার মেহেদী হাসান রাজু সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামরে বাসিন্দা। 

পুলিশ জানান, অভিযোগকারী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। নিজের এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ২০১৯ সালে তাঁদের বাড়িতে ননদ ও তাঁর স্বামী মেহেদী হাসান রাজু বেড়াতে আসেন। ওই সময় একদিন রাতে পরিবারের অন্য সদস্যসহ ওই গৃহবধূকে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন রাজু। পরে নিজের মোবাইল ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করেন তিনি। 

কিছুদিন পর ননদ তাঁদের বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনে রাজু গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানান এবং ভয়ভীতি দেখানো শুরু করেন। পরবর্তী সময়ে ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন রাজু। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে গিয়ে পুনরায় গৃহবধূকে ধর্ষণ করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার ঘটনার বর্ণনা দিয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। অভিযোগের সূত্র ধরে ও ভুক্তভোগীর সহযোগিতায় আজ দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে মোবাইল ফোন থেকে গৃহবধূর অশ্লীল ছবি এবং ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।’

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার