হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফ সীমান্ত থেকে ২ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাড়া খেয়ে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২ লাখ ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি। 

গতকাল শুক্রবার রাতে এসব উদ্ধারের বিষয়ে জানিয়েছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

বিজিবি কর্মকর্তা শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শুক্রবার রাতে হ্নীলা বিওপির টহল দল কাস্টমস ঘাট এলাকার শ্মশানঘাটে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তিন-চার জনকে কাঠের নৌকা থেকে বস্তা নামাতে দেখে তাদের দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তারা বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাসহ মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ৪টি গুলি ছোড়ে। এ সময় মাদক কারবারিরাও বিজিবি জওয়ানদের লক্ষ্য করে পাল্টা চার-পাঁচটি গুলি ছুড়ে মিয়ানমারের নাগাকুরা দ্বীপে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে ২ লাখ ইয়াবা পাওয়া যায়। 

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্যের প্রতিনিধি, গণ্যমান্য ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল