হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফ সীমান্ত থেকে ২ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাড়া খেয়ে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২ লাখ ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি। 

গতকাল শুক্রবার রাতে এসব উদ্ধারের বিষয়ে জানিয়েছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

বিজিবি কর্মকর্তা শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শুক্রবার রাতে হ্নীলা বিওপির টহল দল কাস্টমস ঘাট এলাকার শ্মশানঘাটে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তিন-চার জনকে কাঠের নৌকা থেকে বস্তা নামাতে দেখে তাদের দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তারা বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাসহ মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ৪টি গুলি ছোড়ে। এ সময় মাদক কারবারিরাও বিজিবি জওয়ানদের লক্ষ্য করে পাল্টা চার-পাঁচটি গুলি ছুড়ে মিয়ানমারের নাগাকুরা দ্বীপে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে ২ লাখ ইয়াবা পাওয়া যায়। 

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্যের প্রতিনিধি, গণ্যমান্য ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু