হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে সাড়ে ৪ বছরে জব্দকৃত ১৭ কোটি টাকার মাদক ধ্বংস

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিগত ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত উদ্ধারকৃত ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ বুধবার দুপুরে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। 

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, ইস্কপ সিরাপ, বিয়ারক্যান, হুইস্কি, গাঁজা, ইয়াবা, সেনেগ্রা ও টার্গেট ট্যাবলেট। 

বিজিবি জানায়, বিগত ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকা। 

ফেনী বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি বলেন, ‘আমার জেলায় মাদকের কোনো জায়গা নেই। যারা মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি মাদকের সঙ্গে কোনো আপস করব না।’ 

এ বিষয়ে কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপমহাপরিচালক কর্নেল মো. মারুফুর আবেদীন বলেন, ফেনী জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল হামিদ।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ