হোম > অপরাধ > চট্টগ্রাম

সালিসে ৭ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, পরে মৃত সন্তান প্রসব

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের সালিস বৈঠকে প্রতিপক্ষের লাথিতে নারীর গর্ভপাত ঘটে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই নারীর স্বামী।

আজ বুধবার বিকেলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ভূমি বিরোধের জের ধরে উপজেলার জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দু’পক্ষের মারামারি হয়। এ সময় অন্তঃসত্ত্বা এক নারীকে প্রতিপক্ষের লোকেরা লাথি মারলে পরে তিনি মৃত সন্তান প্রসব করেন। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মো. হেলাল (২২), মো. লিটন (৩০) ও মো. বেলালকে (৩৫) আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে ভূমি বিরোধের জের ধরে উপজেলার জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদ ওসমান (২৩) ও আবুল হাশেমের পরিবারের সঙ্গে ভূমি বিরোধের সালিস বৈঠকে মারামারি হয়। মোহাম্মদ ওসমানের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দেন প্রতিপক্ষের লোকেরা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৯ জুলাই) রাতে একটি মৃত কন্যাসন্তান প্রসব করেন ওসমানের স্ত্রী সাইমা আকতার (২০)। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় গত সোমবার রাতে একই এলাকার মৃত হাশেমের তিন ছেলেকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ ওসমান।

মামলার বাদী মোহাম্মদ ওসমান বলেন, ‘এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল