হোম > অপরাধ > চট্টগ্রাম

সালিসে ৭ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, পরে মৃত সন্তান প্রসব

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের সালিস বৈঠকে প্রতিপক্ষের লাথিতে নারীর গর্ভপাত ঘটে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই নারীর স্বামী।

আজ বুধবার বিকেলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ভূমি বিরোধের জের ধরে উপজেলার জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দু’পক্ষের মারামারি হয়। এ সময় অন্তঃসত্ত্বা এক নারীকে প্রতিপক্ষের লোকেরা লাথি মারলে পরে তিনি মৃত সন্তান প্রসব করেন। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মো. হেলাল (২২), মো. লিটন (৩০) ও মো. বেলালকে (৩৫) আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে ভূমি বিরোধের জের ধরে উপজেলার জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদ ওসমান (২৩) ও আবুল হাশেমের পরিবারের সঙ্গে ভূমি বিরোধের সালিস বৈঠকে মারামারি হয়। মোহাম্মদ ওসমানের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দেন প্রতিপক্ষের লোকেরা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৯ জুলাই) রাতে একটি মৃত কন্যাসন্তান প্রসব করেন ওসমানের স্ত্রী সাইমা আকতার (২০)। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় গত সোমবার রাতে একই এলাকার মৃত হাশেমের তিন ছেলেকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ ওসমান।

মামলার বাদী মোহাম্মদ ওসমান বলেন, ‘এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ