হোম > অপরাধ > চট্টগ্রাম

‘তুই চোর, তুই আকাম করিস’ বলে শিক্ষাবোর্ড কর্মকর্তাদের হাতাহাতি, দুজন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার সবার সামনেই একে অপরের দিকে তেড়ে গেলেন কর্মকর্তারা। এ ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, গত মঙ্গলবার শিক্ষাবোর্ডের উদ্যোগে নবম তলায় অবস্থিত মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীমসহ ১০৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন আমন্ত্রিত অতিথিরাও। বিকেল ৫টার দিকে সামনের চেয়ারে বসতে যান বোর্ডের সহকারী প্রোগ্রামার আবুল হাসনাত মো. রাজু আহমেদ। সেটি দেখে বোর্ডের স্টেনোগ্রাফার মো. নাসির উদ্দিন ক্ষেপে যান। বলে ওঠেন ‘তুমি কে এখানে বসার?’ পরে রাজু আহমেদের পক্ষ নিয়ে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওসমান গণি এর প্রতিবাদ করলে দুই হট্টগোল বেঁধে যায়।

বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে গালাগালি। ‘তুই চোর, তুই আকাম করিস’, এভাবে একে অপরকে দোষারোপ করে তেড়েফুঁড়ে যাচ্ছিলেন তাঁরা। এ সময় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের থামার অনুরোধ করলেও তাঁরা কর্ণপাত করেননি। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীমের আহ্বানে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কোনোমতে ইফতার শেষ করা হয়।

গতকাল বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ঘটনায় নাসির উদ্দিন ও ওসমান গণিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন মূল বেতনের অর্ধেক পাবেন এই দুজন। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ও টিফিন ভাতা পুরোটাই পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আবুল হাসনাত মো. রাজু আহমেদ, অফিস সহকারী মো. জাহেদ হোসেন ও মো. আইউব আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সেটি সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সই করা চিঠিতে এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত ও চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বোর্ডের সুনাম–মর্যাদাহানি করার অভিযোগ আনা হয়েছে। এই চিঠির কপি আজকের পত্রিকার কাছে রয়েছে।

দুই জনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর বাকি তিনজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কর্মচারী সংসদের (সিবিএ) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বোর্ডে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। দীর্ঘদিন চাকরি করার সুবাদে নাসির শিক্ষাবোর্ডে নিজস্ব একটি বলয় গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, এই বলয়ের বাইরে গিয়ে বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া যায় না। পছন্দ অনুযায়ী কাজ না হলে নানা ক্ষেত্রে বাধার সৃষ্টি করা হয়। তাঁকে নিয়ে তটস্থ থাকেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এর আগেও নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল বোর্ড। কিন্তু তাতে তিনি একটুও দমে যাননি।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ