হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে হোটেলকক্ষ থেকে এবার মা-শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার সী আলিফ হোটেল থেকে এবার এক নারী ও তাঁর আট মাস বয়সী কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে হোটেলটির ৪১১ নম্বর কক্ষ থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোনকল পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। হোটেলের নিবন্ধন বইয়ে নারীর নাম লেখা হয়েছে সুমা দে (৩৬)। স্বামীর নাম জেমিন বিশ্বাস। ঠিকানা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বানীগ্রাম উল্লেখ করা হয়েছে। 

সী আলিফের ব্যবস্থাপক এসএম ইসমাইল জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা ৪১১ নম্বর কক্ষে ওঠেন। আজ কক্ষ ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেউ যোগাযোগ না করলে এক কর্মচারী ওই কক্ষে যান। তখন নারী ও শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। স্বামী পরিচয় দেওয়া জেমিন দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন। 

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধরে নিয়ে পুলিশ তদন্ত করছে। হোটেলে যে পরিচয় দেওয়া হয়েছে তা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে থানা-পুলিশের পাশাপাশি সিআইডির টিম হত্যার রহস্য জানতে কাজ শুরু করেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

এর আগে গত বুধবার শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকার ‘সি বার্ড’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জেসমিন আক্তার (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১