হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে কাঠমিস্ত্রিকে গলা কেটে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে বাড়ি যাওয়ার পথে শওকত ইসলাম (৪২) নামে এক কাঠমিস্ত্রিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় শওকত ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

আহত শওকত ইসলাম একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শওকত ইসলামের বিরুদ্ধে নিজ বাড়িতে বসবাসকারী প্রবাসী বেলাল হোসেনের স্ত্রীর গয়না চুরির অভিযোগ রয়েছে। ওই অভিযোগের আলোকে তাঁকে থানায় তলব করা হয়। তাই গতকাল রাত ৮টার দিকে শওকত ইসলাম চন্দ্রগঞ্জ থানায় যান। পরে অভিযোগ তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে বাড়ির দিকে রওনা হন তিনি। রাত সাড়ে ১০টার দিকে দেওপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত ছয়-সাতজনের একটি দুর্বৃত্ত দল শওকতকে ঘিরে ধরে। এ সময় শওকতের গলা কেটে হত্যার চেষ্টা চালায় তারা। ঘটনার সময় শওকতের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘ওই কাঠমিস্ত্রির গলার চামড়ার অনেকটা অংশ কাটা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। এখন তিনি আশঙ্কামুক্ত।’

এ বিষয়ে ওসি বলেন, ‘শওকতের ওপর কারা হামলা চালিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১