হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীকে চিহ্নিত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। 

আজ বুধবার বিকেল ৪টা থেকে হরিনারায়ণপুর স্কুলের সামনের সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিক্ষোভে প্রায় এক হাজার স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) এখনো বিক্ষোভ চলছে। 

এ সময় স্থানীয়রা নূর নাহার বেগম ও তাঁর এসএসসি ফলপ্রার্থী মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ জানান, আটক আলতাফ হোসেনকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। 

আজ সকালে নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে এই হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট