হোম > অপরাধ > চট্টগ্রাম

রাঙামাটিতে চাঁদা না দেওয়ায় অটোরিকশা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির আসামবস্তি টু কাপ্তাই সড়কে মাসিক চাঁদা না দেওয়ায় পাহাড়ের একটি আঞ্চলিক দলের দুর্বৃত্তরা একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উই সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকাটি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের মধ্যে পড়েছে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান। 

ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশার চালক রাঙামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘৪ থেকে ৫ জনের একটি দল গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করে। তাঁরা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি মিনতি করি। তাদের ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে সিএনজি অটোরিকশায় আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।’ 

সিএনজি অটোরিকশার চালক জানান, ঘটনার সময় তিনি দুজন যাত্রী নিয়ে রাঙামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিলেন। 

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়। তিনি বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হই এবং সিএনজির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়।’  

এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে সিএনজি অটোরিকশার চালক মো. কামাল হোসেন বলেন, ‘আমি বর্তমানে কাপ্তাই নতুনবাজার এলাকায় অবস্থান করছি এবং বিষয়টি রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দকে অবহিত করেছি।’ 

কাপ্তাই নতুনবাজার সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই বিষয়ে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতির অভিযোগ দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেবেন।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ