হোম > অপরাধ > চট্টগ্রাম

পছন্দের মেয়েকে বিয়ে করতে সম্মতি না দেওয়ায় বাবাকে খুন: পুলিশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পছন্দের মেয়েকে বিয়ে করতে সম্মতি না দেওয়া বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে এনামুল হকের (২০) বিরুদ্ধে। আজ শুক্রবার তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তথ্য জানান। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউপির পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বাদশা (৬০) ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। 

আজ সকালে বাদশার শয়নকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এনামুল রাতে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেন। 

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, এনামুল পুলিশকে জানান তাঁর পছন্দের মেয়েকে বউ করে বাড়িতে আনতে অসম্মতি দেন বাবা। এ নিয়ে তাঁকে বাবা বকাও দেন। এর জেরে গতকাল রাতে বাবাকে হত্যার পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও টাকার ব্যাগ ঘরে লুকিয়ে রেখে চুরির নাটক সাজান। পরে এনামুল পাশের কক্ষেই ঘুমিয়ে পড়েন। সকালে রক্তাক্ত মরদেহ দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘর থেকেই মোবাইল ফোন ও টাকার ব্যাগ উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন নিহতের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী