হোম > অপরাধ > চট্টগ্রাম

পছন্দের মেয়েকে বিয়ে করতে সম্মতি না দেওয়ায় বাবাকে খুন: পুলিশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পছন্দের মেয়েকে বিয়ে করতে সম্মতি না দেওয়া বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে এনামুল হকের (২০) বিরুদ্ধে। আজ শুক্রবার তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তথ্য জানান। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউপির পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বাদশা (৬০) ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। 

আজ সকালে বাদশার শয়নকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এনামুল রাতে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেন। 

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, এনামুল পুলিশকে জানান তাঁর পছন্দের মেয়েকে বউ করে বাড়িতে আনতে অসম্মতি দেন বাবা। এ নিয়ে তাঁকে বাবা বকাও দেন। এর জেরে গতকাল রাতে বাবাকে হত্যার পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও টাকার ব্যাগ ঘরে লুকিয়ে রেখে চুরির নাটক সাজান। পরে এনামুল পাশের কক্ষেই ঘুমিয়ে পড়েন। সকালে রক্তাক্ত মরদেহ দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘর থেকেই মোবাইল ফোন ও টাকার ব্যাগ উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন নিহতের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই