হোম > অপরাধ > চট্টগ্রাম

খৈয়াছড়া ঝরনায় ছিনতাইয়ের শিকার ৮ পর্যটক, যুবক আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসে ছিনতাইকারীর খপ্পরে পড়েছে আট পর্যটক। আজ সোমবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন (২৫) নামে এক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। 

ছিনতাইকারীদের ধরতে গিয়ে জাকির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁর হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। 

জানা গেছে, বেলা ১১টার দিকে ফেনীর সিলোনিয়া মাদ্রাসার আট শিক্ষার্থী খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যায়। ঝরনার সাতটি ধাপের মধ্যে পঞ্চম ধাপ অতিক্রম করে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সময় কয়েকজন যুবক আরও ওপরে যাবে কি না, তাদের জিজ্ঞেস করে। জবাব দেওয়ার আগেই তিন যুবক ছুরি বের করে ভয় দেখিয়ে ইয়াছিন (১৭), রিয়ানুল ইসলাম (১৮), মো. রমজান আলীর (১৭) মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর পর্যটকেরা নিচে নেমে ঘটনাটি জানালে এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে মিরসরাই থানা-পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। 

ভুক্তভোগী পর্যটক জিয়ারুল ইসলাম মাহফুজ বলে, ‘আমরা আটজন বন্ধু মিলে ফেনী থেকে দুপুরে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসি। ঝরনার পাঁচটি স্তর অতিক্রম করে সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় হঠাৎ তিন যুবক এসে ছুরি বের করে ভয় দেখিয়ে আমাদের তিনজনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। গহিন পাহাড় হওয়ায় আমরা ভয়ে নিচে চলে আসি। এরপর টিকিট কাউন্টারে ছিনতাইয়ের বিষয়টি জানালে স্থানীয় লোকজন গিয়ে আনোয়ার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছিনতাই হওয়া আমাদের তিনটিসহ পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়।’ 

এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন শাহ বলেন, ‘খৈয়াছড়া ঝরনায় পর্যটকদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ে জড়িত আনোয়ার হোসেন নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’ 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি