চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়ার গফুর আহমদের ছেলে কামাল উদ্দীন, সৈয়দ আহমদের ছেলে মো. ইউনুছ ও আবুল হোসেনের ছেলে আবু তাহের। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।