হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঁশখালীতে নারীকে গলা কেটে হত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় আশা খাতুন (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে বৈলছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাঁশখালী থানার কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আশা খাতুন বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোড়াপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে তোতা মিয়ার স্ত্রী। তাঁদের দুই সন্তান আছে। 

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আশা খাতুনকে কে বা কারা হত্যা করেছে এখনো স্পষ্ট নয়। ঘটনার দুদিন আগ থেকে চিকিৎসার জন্য তাঁর স্বামী চট্টগ্রামে ছিল। পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে আসবে। 

বাঁশখালী থানার কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নুরুল ইসলাম ও তার মেয়েকে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা হবে।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী