হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৬ কোটি ৭০ লাখ টাকার ক্রিস্টাল মিথ আইস ও ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। 

টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দমদমিয়া বিওপির ১৪ নম্বর ব্রিজ থেকে ২০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় যায়। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে কেওড়া বাগানে কৌশলে অবস্থান করে। 

আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে টহলদল দুজনকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মিথ আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ