হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৬ কোটি ৭০ লাখ টাকার ক্রিস্টাল মিথ আইস ও ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। 

টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দমদমিয়া বিওপির ১৪ নম্বর ব্রিজ থেকে ২০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় যায়। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে কেওড়া বাগানে কৌশলে অবস্থান করে। 

আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে টহলদল দুজনকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মিথ আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা