হোম > অপরাধ > চট্টগ্রাম

যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যাত্রী সেজে মো. মোহন ওরফে সুজন (১৫) নামের এক অটোরিকশা চালককে হত্যার পর তাঁর মরদেহ পরিত্যক্ত খালের পাড়ে ফেলে দেয় দুষ্কৃতরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মোহন জেলার তেওয়ারীগঞ্জের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে।

জানা যায়, মোহন সংসারের অভাব-অনটনের কারণে তার প্রতিবেশী শামসুল হকের ভাড়া অটোরিকশা চালাত। প্রতিরাতে অটোরিকশা চালিয়ে মোহন কাজ শেষে বাড়ি ফিরে যেত। কিন্তু গতকাল রোববার সন্ধ্যায় পর থেকে সে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে তার মৃতদেহ পাওয়ার পর পরিবারের লোকজন এসে মোহনের মরদেহ শনাক্ত করেন। পরিবারের ধারণা কেউ তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান স্বজনরা। 

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা এলাকার খাল পাড়ে মোহনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ছিনতাইকারীরা যাত্রী সেজে তাকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে অটোরিকশা উদ্ধারে কাজ করা হচ্ছে। 

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে