হোম > অপরাধ > চট্টগ্রাম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মীর হোসেন মিরাজ নামের এক বাংলাদেশি যুবকের নিহত হয়েছেন। নিহত মিরাজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের সফিকুর রহমানের ছেলে। 

আজ বুধবার দুপুরে নিহতের মামা শ্বশুর শামিম আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন। 
 
শামিম আহমেদ জানান, মিরাজ জীবিকা তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় তিনি আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে অংশীদারি ব্যবসা করতেন। গত সোমবার আনুমানিক রাত ১০টায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা মিরাজের রুমে ঢুকে আরেক রুমমেটসহ মিরাজকে বাথরুমের ভেতর আটকে রাখে। এ সময় মিরাজকে গুলি চালিয়ে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। নিহত মিরাজের দুই কন্যা সন্তানের জনক। 

আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘আমি শুনেছি ছেলেটার মৃত্যুর কথা। খুবই দুঃখজনক বিষয়। তাঁর পরিবার যদি মরদেহ আনা বা অন্য কোনো বিষয়ে সহযোগিতা চায়, আমরা তা করব।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ‘আমি ফেসবুকে তাঁর মৃত্যুর খবর পেয়েছি। তবে কেউ আমাদের এই বিষয়ে অবহিত করেননি। কোনো সাহায্য প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করব।’ 

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী