নোয়াখালীর হাতিয়ায় রাশেদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে ৭৬৫টি ইয়াবা বড়িসহ আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে হাতিয়া পৌরসভা এলাকা থেকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় মামলা করা হয়েছে। এরপর তাঁকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
আটক রাশেদুল ইসলাম উপজেলার বুড়িরচর ইউনিয়নের গুল্লাখালী গ্রামের আলী আজমের ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, হাতিয়া বিসিজি স্টেশনের কমান্ডার এম রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। অভিযানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরেন্দ্র মার্কেট এলাকায় ইয়াবার বিক্রির সময় হাতেনাতে আটক হন রাশেদ। পরে তাঁর কাছ থেকে ৭৬৫টি ইয়াবা জব্দ করা হয়।