হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজবাড়ী জেলার সদর থানার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। 

পুলিশ সুপার মামুন বলেন, গত ২৭ জানুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলার অভিযুক্ত ব্যক্তি তাঁর মেয়েকে নিয়ে ঘুমাতে যাওয়ার কথা বলে স্ত্রীর অগোচরে ধর্ষণ করে। এমন অভিযোগে শিশুর মা ৩ ফেব্রুয়ারি সোনাগাজী মডেল থানায় লিখিত একটি অভিযোগ করেন। ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত বাবা। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে রাজবাড়ী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার আরও বলেন, দুপুরে অভিযুক্তকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল পলাশসহ পুলিশ কর্মকর্তারা। 

উলেখ্য, আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। তার বিরুদ্ধে এর আগে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক, অপহরণসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৫টি মামলা রয়েছে। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা