হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে ফল বিক্রেতাকে গলা কেটে হত্যা, আটক ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের মোহাজাহেরপাড়া এলাকায় মোহাম্মদ ওসমান (৩৪) নামে এক ফল বিক্রেতাকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফল বিক্রেতার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ ওসমান ওই এলাকার মৃত নূর আহাম্মদের ছেলে। তিনি জেলা সদর হাসপাতাল সড়কে ফল বিক্রি করতেন।

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, ওসমান তাঁর নির্মাণাধীন বাড়িতে একা থাকতেন। প্রায় সময় বাড়িতে তাঁর বন্ধু-বান্ধবদের আসা-যাওয়া ছিল। গতকাল বুধবার রাতেও কয়েকজন বন্ধু মিলে বাড়ির ছাদে আড্ডা ও লুডু খেলছিল। পরে আজ সকালে তাঁর ভাগনি বাড়িতে ঢুকে ওসমানের গলাকাটা মরদেহ দেখতে পায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওসমানকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১