নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাস, ডাকাতি, রোহিঙ্গা পাচার, দলবদ্ধ ধর্ষণসহ ১৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হেমায়েত মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফে দাদা ভাই ওরফে দাদা খলিল সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের রুহুল আমিনের ছেলে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ইব্রাহিম খলিল একজন পেশাদার সন্ত্রাসী। তিনি চরজব্বর থানা, হাতিয়ার ভাসানচর থানা ও চট্টগ্রামের সন্দ্বীপ থানায় অস্ত্র, দলবদ্ধ ধর্ষণ, ডাকাতি, চুরি, রোহিঙ্গা পাচারসহ ১৩ মামলার আসামি।
তিনি বলেন, আজ সকালে আসামি ইব্রাহিমকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। তারপর বিচারক বিকেলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।