হোম > অপরাধ > চট্টগ্রাম

সরকারি গুদামে নকল সার খালাসের চেষ্টা, ৫ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারি গুদামে নকল সার খালাসের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের পতেংগা টিএসপি সার কারখানা থেকে ট্রাকে করে নিয়ে সেসব সার যশোর বাফার গুদামে খালাস করার কথা ছিল।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাঁচ ট্রাক সরকারি সার যশোর বাফার গুদামে পাঠানো হয়। পথে সেই টিএসপি পরিবর্তন করে নকল সার বোঝাই করা হয় ট্রাকে। সেই সার যশোর বাফার গুদামে খালাস করার সময় ধরা পড়ে। সবগুলো ট্রাক জব্দ করা হয়েছে। 

জানা যায়, কিছু সারের বস্তা দেখে যশোর বাফার গুদামের ইনচার্জের সন্দেহ হয়। তখন তিনি খালাস বন্ধ করে দেন এবং এই সার গ্রহণ করতে অস্বীকার করেন। যশোর বাফার সার গুদামের ইনচার্জ মো. আখতার হোসেন তাৎক্ষণিক বিষয়টি টিএসপি কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতনকে লিখিতভাবে জানান। 

চট্টগ্রাম টিএসপি সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (বাণিজ্য) আজকের পত্রিকাকে বলেন, যশোর বাফার সার গুদামে নকল সার খালাসের বিষয়টি শুনেছেন। তবে বিষয়টি এখনো সন্দেহের পর্যায়ে রয়েছে। এটি তদন্ত করা হবে। 

সূত্র জানায়, বিসিআইসির পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এমকে এন্টারপ্রাইজের মাধ্যমে চট্টগ্রাম পতেংগা টিএসপি সার কারখানা থেকে পাঁচ ট্রাক সরকারি সার পাঠানো হয় যশোর বাফার গুদামে। পাঁচ ট্রাকে প্রায় ৭০ টন টিএসপি সার ছিল। ট্রাকগুলো হলো-ঢাকা মেট্রো-ট-১৫-০১৩৬, ঢাকা মেট্রো-ট-১৮-০৬২১, ঝিনাইদহ-ট-১১-১৩৪৮, ঝিনাইদহ-ট-১১-০৯১৬, ঝিনাইদহ-ট-১১-০৯৮২।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা