কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকালে চকরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় দা দিয়ে কুপিয়ে ব্যবসায়ী ও বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল্লাহকে হত্যা করা হয়। এ সময় নিহতের ব্যবসাপ্রতিষ্ঠানের টাকাও লুট করেন দুর্বৃত্তরা। নিহত লতিফ উল্লাহ লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুফী পাড়ার ইলিয়াছ সওদাগরের ছেলে।
এ হত্যার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন-পৌর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি জেবর মুলুক, চকরিয়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক চৌধুরী প্রমুখ।