হোম > অপরাধ > চট্টগ্রাম

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বড় ভাইকে বলাৎকারের পর এবার ৬ বছরের ছোট বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে শিশুটির বাবা বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে গত শুক্রবার উপজেলার দক্ষিণ পোমরা ৮ নম্বর ওয়ার্ড বাচাশাহ নগরের লোহারপুল এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার মামলার আসামি ৬ বছরের শিশুকে পেয়ারা বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তখন কান্নার আওয়াজ শুনে শিশুটির মা ঘটনাস্থলে গেলে তিনি পালিয়ে যান। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

মামলার বাদী শিশুটির বাবা বলেন, ‘এই ঘটনার চার মাস আগে আমার ছেলেকেও ডেকে নিয়ে ওই আসামি বলাৎকার করেছিলেন। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে চাইলে অভিযুক্ত আসামি পালিয়ে যান। ওই ঘটনায় কোনো বিচার না হওয়ায় তিনি সুযোগ পেয়ে আবারও আমার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেন। প্রশাসনের কাছে অনুরোধ, অভিযুক্ত আসামিকে যেন দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসে।’

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানান, ‘শিশু ধর্ষণের বিষয়টি জেনে আমি ভুক্তভোগীর বাবাকে মামলার পরামর্শ দিয়েছি। যাতে অভিযুক্ত আসামিকে আইনের আওতায় নিয়ে আসা যায়।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মিলকী বলেন, ছয় বছরের এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন