হোম > অপরাধ > চট্টগ্রাম

ধর্ষণ চেষ্টার সময় ইউপি সদস্য হাতেনাতে গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় এক ইউপি সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অভিযুক্ত ইউপি সদস্য ইউনুছ মিয়াকে (৫০) জেল হাজতে পাঠানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ইউপি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং ওই ইউনিয়নের অলুয়া গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার এক গৃহবধূ (২৬) স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় রান্নার কাজ করেন। স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ মিয়া ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ এতিমখানায় রান্নার কাজ শেষে বাড়িতে ফেরার পথে তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজন ইউপি সদস্য ফজলু মিয়াকে আটক করে পুলিশে খবর দেন।

রাতেই ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য ইউনুছ মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ইউপি সদস্য ইউনুছ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছে। গ্রেপ্তার হওয়া ইউপি সদস্য ইউনুছ মিয়াকে আজ বুধবার দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁকে জেল হাজতে পাঠায়। 

ওই গৃহবধূ বলেন, ইউপি সদস্য ইউনুছ মিয়া প্রায়ই উত্ত্যক্ত করত এবং খারাপ কাজের ইঙ্গিত করত। ঘটনার দিন স্থানীয় লোকজন দৌড়ে এসে আমাকে উদ্ধার করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ইউপি সদস্য ইউনুছ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি