হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রেমের টানে উধাও স্কুলছাত্রী, অপহরণের অভিযোগ পরিবারের

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) 

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়ার পথে অপহরণ করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের। ছাত্রীর মা বাদী হয়ে গত সোমবার রাতে চাটখিল থানায় অভিযোগ করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ফেনীর দারগার হাটের এক যুবকসহ (২২) অজ্ঞাতনামা আরও একজন ওই ছাত্রীকে ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীর সঙ্গে ওই যুবকের ফেসবুকে পরিচয় থাকার সুবাদে তাদের প্রেমের সম্পর্ক হয়। ঘটনার দিন সকালে অভিযুক্ত যুবক তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খিলপাড়ায় আসে। সেখানে আসলে স্কুলছাত্রী তাঁর সঙ্গে চলে যায়। স্থানীয়রা বলেন, এটা মূলত প্রেম জনিত ঘটনা।

এই বিষয়ে জানতে চাইলে খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, ঘটনা জানার পর ফেনীতে যুবকের বাড়িতে সরেজমিনে যাওয়া হয়। সেখানে গিয়ে দুজনের কাউকে পাওয়া যায়নি। তবে যুবকের পরিবার জানিয়েছে তাদের মধ্যে প্রেমে সম্পর্ক থাকায় তাঁরা পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব করেছেন। কিন্তু মেয়ের মা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ন কবির জানান, ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল