হোম > অপরাধ > চট্টগ্রাম

সেন্ট মার্টিনে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সেন্ট মার্টিনের জেটিঘাট এলাকায় থেকে তাঁদের আটক করা হয়।

আজ বুধবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলায় তোফাজ্জল আহমেদের ছেলে মো. ইউসুফ (২০) এবং হোয়াইক্যং সাতঘরিয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. সিরাজুল মোস্তফা (২৬)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে যাত্রীবেশে ইয়াবা পাচারের খবর পাই। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক সেন্ট মার্টিনের জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চলিয়ে দুই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ থেকে ১০ হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়। পরে দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুজনই দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।’

আব্দুর রহমান আরও বলেন, জব্দ ইয়াবা এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত