হোম > অপরাধ > চট্টগ্রাম

সেন্ট মার্টিনে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সেন্ট মার্টিনের জেটিঘাট এলাকায় থেকে তাঁদের আটক করা হয়।

আজ বুধবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলায় তোফাজ্জল আহমেদের ছেলে মো. ইউসুফ (২০) এবং হোয়াইক্যং সাতঘরিয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. সিরাজুল মোস্তফা (২৬)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে যাত্রীবেশে ইয়াবা পাচারের খবর পাই। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক সেন্ট মার্টিনের জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চলিয়ে দুই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ থেকে ১০ হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়। পরে দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুজনই দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।’

আব্দুর রহমান আরও বলেন, জব্দ ইয়াবা এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু