হোম > অপরাধ > চট্টগ্রাম

বাসায় দাওয়াত দিয়ে যুবকের অর্থ লুট, দম্পতিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় মনজুর আলম (২৮) নামের এক যুবককে বাসায় দাওয়াত দিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার ভোর ৪টায় রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো দম্পতি রিমা আক্তার ওরফে নাছিফা (২৬) ও মো. কায়ছার (২৯) এবং বাকলিয়া থানার হাটখোলা এলাকার মুজাহার হোসেনের মেয়ে শারমিন আক্তার লিজা ওরফে রিজিয়া (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন (বৃহস্পতিবার) পূর্বপরিচয়ের সূত্রে মনজুরকে বাসায় আমন্ত্রণ জানায় কায়সার ও রিমা দম্পতি। পরে কৌশলে তাঁকে বেঁধে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এত টাকা নেই জানালে একপর্যায়ে মনজুরের সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা কেড়ে নেয় তারা। পরে মনজুরের পকেটে থাকা ব্যাংকের ক্রেডিট কার্ড ও পিন নম্বর নিয়ে বুথ থেকে এক লাখ টাকা তুলে নেয়। এ সময় তাঁর বিকাশে থাকা আরও সাত হাজার টাকাও হাতিয়ে নেয় আসামিরা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ভুক্তভোগী মনজুর আলমকে পূর্বপরিচয়ের সূত্রে ওই বাসায় যাওয়ার দাওয়াত দেয় আসামিরা। সেখানে পৌঁছানোর পর তাকে হাত-পা বেঁধে রেখে মারধর করতে শুরু করে রিজিয়া, নাফিসা ও কায়ছার। পরে তাঁর কাছে থাকা নগদ অর্থ, ক্রেডিট কার্ড ও বিকাশে থাকা অর্থ হাতিয়ে নেয় তারা। পরে একটি সিএনজি অটোরিকশায় করে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় মনজুরকে ফেলে দিয়ে চলে যায় তারা। স্থানীয় লোকজন মনজুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের উপ-কমিশনার সালাম কবীর জানান, গতকাল শনিবার ভোরে রাহাত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শারমিন আক্তার লিজাকে। পরে তার দেওয়া তথ্যমতে বাকলিয়ার বলিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রিমা ও তার স্বামী কায়সারকে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিমা ও কায়সার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত