হোম > অপরাধ > চট্টগ্রাম

যানজটে আটকে থাকা প্রাইভেটকারের জানালা ভেঙে ছিনতাই, গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে আটকে থাকা একটি প্রাইভেটকারের জানালার কাচ ভেঙে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ।

আজ বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. শাহরিয়ার সাব্বির শ্রাবণ ওরফে মাহিম (২০), মহানগরীর উত্তর আউচপাড়া মুক্তারবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে বাবু হোসেন (২৫) ও চেরাগআলী এলাকার হাসান ভান্ডারির ছেলে আলী আকবর (২০)। 

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় লিজ গার্মেন্টসের সামনে যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকারে তিন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে হানা দেয়। ছিনতাইকারীরা গাড়ির জানালার কাচ ভেঙে ছিনতাই করেন। পরে পাশের একটি মুরগিবোঝাই গাড়ির দরজা খুলে নগদ ১৫ হাজার টাকাসহ পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। সম্পূর্ণ ঘটনাটি আসিফ আহমেদ নামে এক তরুণ ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে সেটি ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, গতকাল রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকার ও একটি মুরগীবোঝাই গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে এবং ফেসবুকে দেওয়া ভিডিও দেখে গাছা থানার টহল পুলিশ সেখানে পৌঁছায়। পরবর্তীতে ভিডিও ও আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে স্থানীয় সুশল সিএনজি পাম্পের সামনে থেকে প্রথমে মাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি ভিত্তিতে আজ দুপুরে টঙ্গীর বাঁশপট্টি এলাকা থেকে বাবু হোসেন ও আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি আরও বলেন, আসামিদের কাছ থেকে ধারালো অস্ত্র ও লুট করা ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী ফারুক হোসেন নামে এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেন। 

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু