হোম > অপরাধ > চট্টগ্রাম

পটিয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে উজ্জ্বল সেন (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পটিয়া বিসিক শিল্প এলাকার ময়লার স্তূপে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানা যায়, নিহত উজ্জ্বল সেন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের পশ্চিম মোজাফফরবাদ গ্রামের বাবুল সেনের ছেলে। তিনি চট্টগ্রামের ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের স্ত্রী নিলা সেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী প্রতি বৃহস্পতিবার শহর থেকে বাড়িতে আসতেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি অফিসে থাকাকালীন আমার সঙ্গে সবশেষ মোবাইলে কথা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার সময় অফিস ছুটি হয়। নৌকা দিয়ে ইপিজেড থেকে ১১ নম্বর ঘাট পার হয়ে পটিয়ায় আসেন।’ সেখান থেকে বাড়ির উদ্দেশে মইজ্জারটেক থেকে আসার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি। নিলা সেন তাঁর স্বামী হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘রাতে পথচারীরা মরদেহটি মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মাথার পেছনে, হাঁটুর ওপরে ও কোমরের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনা, তা তদন্ত করে বের করতে পুলিশ কাজ করছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।’

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট