হোম > অপরাধ > চট্টগ্রাম

পটিয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে উজ্জ্বল সেন (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পটিয়া বিসিক শিল্প এলাকার ময়লার স্তূপে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানা যায়, নিহত উজ্জ্বল সেন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের পশ্চিম মোজাফফরবাদ গ্রামের বাবুল সেনের ছেলে। তিনি চট্টগ্রামের ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের স্ত্রী নিলা সেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী প্রতি বৃহস্পতিবার শহর থেকে বাড়িতে আসতেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি অফিসে থাকাকালীন আমার সঙ্গে সবশেষ মোবাইলে কথা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার সময় অফিস ছুটি হয়। নৌকা দিয়ে ইপিজেড থেকে ১১ নম্বর ঘাট পার হয়ে পটিয়ায় আসেন।’ সেখান থেকে বাড়ির উদ্দেশে মইজ্জারটেক থেকে আসার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি। নিলা সেন তাঁর স্বামী হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘রাতে পথচারীরা মরদেহটি মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মাথার পেছনে, হাঁটুর ওপরে ও কোমরের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনা, তা তদন্ত করে বের করতে পুলিশ কাজ করছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ